
ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসিকে এবার ক্রিকেট মাঠে দেখা যাবে। তান্ডও আবার বিখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিদের সঙ্গে। ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার মেসি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিন দিনের সফরে বিশ্ববিখ্যাত এ ফুটবলার ১৩ থেকে ১৫ ডিসেম্বর তিনটি শহর সফর করবেন। ১৪ ডিসেম্বর তিনি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অংশ নিতে পারেন বিশেষ এক ক্রিকেট ম্যাচে; যেখানে তাঁর প্রতিপক্ষ হতে পারেন টেন্ডুলকার, ধোনি, কোহলি ও রোহিত শর্মার মতো বিখ্যাত ক্রিকেটাররা। ম্যাচটি হবে সেভেন এ সাইড। যেখানে পরিচিত ক্রিকেটাররা মেসির সঙ্গে খেলবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মেসির সফর প্রায় চূড়ান্ত। মেসি ঘুরে যাবেন কলকাতাও। ইডেন গার্ডেনে তাঁকে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে তাঁকে সংবর্ধিত করবেন। পথশিশুদের ফুটবলের এক কর্মশালায় উপস্থিাত থাকবেন মেসি। শিডিউল ঘোষণার পর কী ধরনের নিরাপত্তা থাকবে তা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে জানাবে ভারত।